মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
The Daily Post

নরসিংদীতে সেফটি ট্যাংক থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে সেফটি ট্যাংক থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 

নরসিংদীর পলাশে নিখোঁজের চারদিন পর মাইশা আক্তার নামে সাড়ে ৩ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের জয়নগর গ্রামের নিজ বাড়ির সেফটি ট্যাংক থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করেছে র্যাব। 

নিহত মাইশা আক্তার জয়নগর গ্রামের মেহেদী হাসানের মেয়ে। সে গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় সেদিন রাতেই পলাশ থানায় জিডি করে তার পরিবার। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে র্যাব-১১ তিনজনকে আটক করেছে। 

আটকরা হলেন, কুষ্টিয়ার কুমারখালী এলাকার জালাল শেখ, তার স্ত্রী মাহফুজা শেখ ও ছেলে বিল্লাল শেখ। তারা সবাই মেহেদী হাসানের বাড়ির ভাড়াটিয়া।

নরসিংদী র্যাব-১১ সিপিএসসি ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক নিশাত তাবাসসুম জানান, গত শুক্রবার রাতেই তার পরিবার পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ডায়েরির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৫ জুন) র্যাব সদস্যরা অনুসন্ধান চালিয়ে মেহেদী হাসানের বাড়ির শৌচাগারের সেফটি ট্যাংক থেকে শিশু মাইশার মরদেহ উদ্ধার করে। 

টিএইচ